পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে। শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত শুরু হয়। প্রধান জামাতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব সৈয়দ আলাউদ্দিন আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী।
নামাজ শেষে খুতবার পর মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও সবার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। মোনাজাত শেষে বুকে বুক মিলিয়ে হৃদয়ের উষ্ণতায় প্রীতির বন্ধনে আবদ্ধ হন সবাই। মুসল্লিরা পরস্পর কোলাকুলি ও কুশল বিনিময় করেন।
প্রধান জামাতে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, বিএনপি নেতা সাঈদ আল নোমান, জাতীয় পার্টির নেতা সোলায়মান আলম শেঠসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেন।
একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে ৮টায়। ইমামতি করেন মসজিদটির পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আহমদুল হক।
প্রায় ৪০ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে। মুসল্লিদের জন্য রাখা হয়েছে ১৪২টি সিলিং ফ্যান, ৭০টি স্ট্যান্ড ফ্যান, পানি সরবরাহের ব্যবস্থা। নিরাপত্তায় সিসিটিভি মনিটরিং ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে লালদীঘির পাড় চট্টগ্রাম সিটি করপোরেশন শাহী জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং সাগরিকা এলাকার মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া নগরের বিভিন্ন এলাকায় স্থানীয় মসজিদ ও ঈদগাহে স্থানীয়রা ঈদের জামাত আয়োজন করেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি এবং জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ঈদুল আজহার প্রধান ঈদ জামাত স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন বায়তুশ শরফ আদর্শ সিনিয়র কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা ড. সাইয়েদ আবু নোমান। মহিলাদের জন্য পৃথক প্যান্ডেলে নামাজের ব্যবস্থা করা হয়। এই জামাতে নামাজ আদায় করেন হাইকোর্টের বিচারপতি জিনাত হক, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, জেলা প্রশাসক ফরিদা খানমসহ সরকারি কর্মকর্তা ও মুসল্লিরা। এছাড়া কমিটির আওতাভুক্ত নগরের ৯৩টি আঞ্চলিক ঈদগাঁতেও ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে নামাজ আদায় শেষে পশু কোরবানি দেওয়া শুরু হয়েছে নগরের বিভিন্ন স্হানে।