October 6, 2025 1:10 pm

চট্টগ্রামে সাংবাদিকদের সাথে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা

চট্টগ্রামে সাংবাদিকদের পুলিশের হুমকি ও হয়রানির ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে সাংবাদিক মহলে। সম্প্রতি একটি জাতীয় টেলিভিশনের প্রতিবেদনের পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ সংবাদ মাধ্যমকে কঠোর আইনগত ব্যবস্থার হুমকি দিয়েছেন। একই দিনে মাঠে দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে হেনস্তা ও একজনকে আটক করার অভিযোগ উঠেছে ডবলমুরিং থানার ওসির বিরুদ্ধে।

ব্যাটারিচালিত রিকশা টোকেন বাণিজ্য নিয়ে প্রতিবেদন

১৯ আগস্ট চ্যানেল ২৪–এর সিনিয়র রিপোর্টার এমদাদুল হক চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশার টোকেন বাণিজ্য নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করেন। প্রতিবেদনে দেখা যায়, পুলিশ সদস্যরা অবৈধভাবে রিকশা আটক করে অর্থের বিনিময়ে আবার ছেড়ে দিচ্ছেন। কিন্তু সরকারি কোষাগারে জমা দেয়ার পরিবর্তে ওই অর্থ চলে যাচ্ছে কর্মকর্তাদের পকেটে।

এই প্রতিবেদনের পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিবেদনটিকে “মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে আখ্যা দেন। তিনি আরও উল্লেখ করেন, পুলিশের কার্যালয়ে প্রবেশে সাংবাদিকদের অনুমতি নিতে হবে। ভবিষ্যতে এমন সংবাদ প্রচার করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

কমিশনারের ভাষায় ক্ষোভ সাংবাদিকদের

প্রতিবেদনকারী এমদাদুল হক বলেন, সংবাদের সবকিছুই সত্য। প্রমাণ আমার কাছে আছে। পুলিশ অবৈধ রিকশা ধরে টাকা নিচ্ছে, আবার টাকা নিয়ে ছেড়ে দিচ্ছে। কোনো রসিদ দেয়া হচ্ছে না। অথচ কমিশনার ব্যবস্থা নেয়ার বদলে আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন।”

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান বলেন, আমরা পুলিশের এই আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি। উচ্চ পর্যায়ে বিষয়টি জানানো হয়েছে। ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দেয়া হয়েছে।

সাংবাদিক আটক নিয়ে বিতর্ক

এদিকে বুধবার ডবলমুরিং থানার সামনে সংবাদ সংগ্রহে গিয়ে দৈনিক আজকের পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল কাইয়ুম ও যায়যায়দিন পত্রিকার সাংবাদিক মো. মাসুম হয়রানির শিকার হন। অভিযোগ উঠেছে, সাংবাদিক পরিচয় দেয়ার পরও তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন থানার ওসি বাবুল আজাদ। এমনকি মো. মাসুমকে ২০ মিনিট লকআপে আটকে রাখা হয়।

মো. মাসুম বলেন, পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করলে আমি সেটি লাইভ করছিলাম। তখন ওসি আমাকে গালাগালি করেন। এরপর তিনি আমাকে থানায় আটকে রাখেন।”

পুলিশের ব্যাখ্যা

ঘটনার বিষয়ে  পুলিশের মুখপাত্র মাহমুদা বেগম বলেন, ডবলমুরিংয়ের ঘটনায় ডিসি উপস্থিত থেকে বিষয়টি সমাধান করেছেন। ডিসি ও ওসি বিস্তারিত বলতে পারবেন।” তবে কমিশনারের দেয়া হুমকি নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

সাংবাদিক মহল বলছে, পুলিশের এই আচরণ সাংবাদিকতার স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ। তারা মনে করেন, সংবাদের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে কমিশনারের ভিন্ন পথ ছিল। কিন্তু হুমকি দিয়ে বিবৃতি দেয়া ও মাঠে সংবাদকর্মীদের আটক করা গণমাধ্যমের জন্য উদ্বেগজনক বার্তা।

Tags :

> By The Same Authors

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন নির্বাচনে পরিবর্তনের স্রোত

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএএ)-এর আসন্ন নির্বাচনে পরিবর্তনের জোয়ার বইতে শুরু করেছে। আগামী ৯ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে ক্যাপ্টেন মোঃ সালাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে গঠিত “ঐক্য পরিষদ” প্যানেল

চাকসু নির্বাচন: আচরণবিধির মতবিনিময় সভা থেকে ছাত্রদলের ওয়াক আউট

  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর খসড়া আচরণবিধি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে সভা বর্জন করেছে শাখা ছাত্রদল।   বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার

স্বাস্থ্য সচেতনতায় চট্টগ্রামে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে: মেয়র শাহাদাত

  চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, হেলদি সিটি গড়তে চট্টগ্রামে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে। অক্টোবর মাস জুড়ে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে

ডাকসুর ভিপি-জিএসসহ ৭ পদের নেতৃত্ব চট্টগ্রামের

  সদ্য শেষ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি-জিএস সহ ৭ পদে নেতৃত্ব দেবেন বৃহত্তর চট্টগ্রামের শিক্ষার্থীরা। গত ১০ সেপ্টেম্বর শেষ হওয়া ডাকসু নির্বাচনে তারা বিপুল ভোটে জয়লাভ

> By The Same Authors

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন নির্বাচনে পরিবর্তনের স্রোত

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএএ)-এর আসন্ন নির্বাচনে পরিবর্তনের জোয়ার বইতে শুরু করেছে। আগামী ৯ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে ক্যাপ্টেন মোঃ সালাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে গঠিত “ঐক্য পরিষদ” প্যানেল

চাকসু নির্বাচন: আচরণবিধির মতবিনিময় সভা থেকে ছাত্রদলের ওয়াক আউট

  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর খসড়া আচরণবিধি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে সভা বর্জন করেছে শাখা ছাত্রদল।   বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার

স্বাস্থ্য সচেতনতায় চট্টগ্রামে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে: মেয়র শাহাদাত

  চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, হেলদি সিটি গড়তে চট্টগ্রামে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে। অক্টোবর মাস জুড়ে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে

ডাকসুর ভিপি-জিএসসহ ৭ পদের নেতৃত্ব চট্টগ্রামের

  সদ্য শেষ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি-জিএস সহ ৭ পদে নেতৃত্ব দেবেন বৃহত্তর চট্টগ্রামের শিক্ষার্থীরা। গত ১০ সেপ্টেম্বর শেষ হওয়া ডাকসু নির্বাচনে তারা বিপুল ভোটে জয়লাভ

Search

Recent Comments

    Follow us on facebook