October 3, 2025 5:58 am

পটিয়া থানা ঘেরাও ও মহাসড়ক অবরোধ করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

চট্টগ্রামের পটিয়ায় থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। পুলিশের সঙ্গে সংঘর্ষের পর চট্টগ্রামের পটিয়া থানা ঘেরাও ও মহাসড়ক অবরোধ করেছেন নেতাকর্মীরা।

বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে পটিয়া থানার মূল ফটকের সামনে অবস্থান নেন তারা। নেতাকর্মীদের দাবি, তাদের ওপর পুলিশ দুই দফা হামলা করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।

একই দাবিতে সকাল ১০টা ৪০ মিনিটে পটিয়া থানার সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের একটি অংশ। এতে মহাসড়কের দুপাশে যানজট দেখা দিয়েছে।

এর আগে মঙ্গলবার (১ জুলাই) রাত পৌনে ১০টার দিকে পটিয়া থানার মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পটিয়ার সমন্বয়ক আশরাফুল ইসলাম তৌকির বলেন, পুলিশ আমাদের নেতাকর্মীদের লাঠিচার্জ করলে ঘটনার সূত্রপাত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক রিদওয়ান সিদ্দিকী বলেন, খবর পেয়ে আমি পটিয়ায় ঘটনাস্থলে যাই। আমাদের কর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে। এতে বেশ কয়েকজন আহত হয়। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ছাত্রলীগের এক নেতাকে থানায় এনে মব সৃষ্টি করে মারধর করা শুরু করে। তাদের মধ্য থেকে একদল থানার দেয়াল অতিক্রম করে মব নিয়ে ঢুকে যাচ্ছিল। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এতে তিন-চারজন পুলিশ সদস্য আহত হন।

Tags :

> By The Same Authors

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন নির্বাচনে পরিবর্তনের স্রোত

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএএ)-এর আসন্ন নির্বাচনে পরিবর্তনের জোয়ার বইতে শুরু করেছে। আগামী ৯ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে ক্যাপ্টেন মোঃ সালাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে গঠিত “ঐক্য পরিষদ” প্যানেল

চাকসু নির্বাচন: আচরণবিধির মতবিনিময় সভা থেকে ছাত্রদলের ওয়াক আউট

  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর খসড়া আচরণবিধি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে সভা বর্জন করেছে শাখা ছাত্রদল।   বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার

স্বাস্থ্য সচেতনতায় চট্টগ্রামে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে: মেয়র শাহাদাত

  চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, হেলদি সিটি গড়তে চট্টগ্রামে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে। অক্টোবর মাস জুড়ে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে

ডাকসুর ভিপি-জিএসসহ ৭ পদের নেতৃত্ব চট্টগ্রামের

  সদ্য শেষ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি-জিএস সহ ৭ পদে নেতৃত্ব দেবেন বৃহত্তর চট্টগ্রামের শিক্ষার্থীরা। গত ১০ সেপ্টেম্বর শেষ হওয়া ডাকসু নির্বাচনে তারা বিপুল ভোটে জয়লাভ

> By The Same Authors

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন নির্বাচনে পরিবর্তনের স্রোত

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএএ)-এর আসন্ন নির্বাচনে পরিবর্তনের জোয়ার বইতে শুরু করেছে। আগামী ৯ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে ক্যাপ্টেন মোঃ সালাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে গঠিত “ঐক্য পরিষদ” প্যানেল

চাকসু নির্বাচন: আচরণবিধির মতবিনিময় সভা থেকে ছাত্রদলের ওয়াক আউট

  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর খসড়া আচরণবিধি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে সভা বর্জন করেছে শাখা ছাত্রদল।   বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার

স্বাস্থ্য সচেতনতায় চট্টগ্রামে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে: মেয়র শাহাদাত

  চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, হেলদি সিটি গড়তে চট্টগ্রামে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে। অক্টোবর মাস জুড়ে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে

ডাকসুর ভিপি-জিএসসহ ৭ পদের নেতৃত্ব চট্টগ্রামের

  সদ্য শেষ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি-জিএস সহ ৭ পদে নেতৃত্ব দেবেন বৃহত্তর চট্টগ্রামের শিক্ষার্থীরা। গত ১০ সেপ্টেম্বর শেষ হওয়া ডাকসু নির্বাচনে তারা বিপুল ভোটে জয়লাভ

Search

Recent Comments

    Follow us on facebook