October 29, 2025 1:57 am

চট্টগ্রামে পবিত্র আশুরা উপলক্ষে মার্সিয়া মিছিল করেছে শিয়া সম্প্রদায়

প্রতিবছরের মতো এবছরও পবিত্র আশুরা উপলক্ষে মার্সিয়া মিছিল বের করেছে শিয়া সম্প্রদায়।

রোববার (৬ জুলাই) সকালে সদরঘাটের ইমামবাড়া থেকে মিছিলটি বের হয়।

এসময় ‘হায় হোসাইন, হায় হোসাইন’ ধ্বনিতে শোকের আবহ তৈরি হয় চারপাশে। একইসাথে মার্সিয়া ও শোকগীতি পড়তে পড়তে মাতম করতে থাকেন শোকাতুর মুসল্লিরা।

মিছিলে নেতৃত্ব দেন মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন। মার্সিয়া জুলুস কালীবাড়ি রোড হয়ে নিউমার্কেট পৌঁছালে সেখানে পথচারীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন মাওলানা আমজাদ হোসাইন।

তিনি বলেন, ইসলামকে রক্ষা করতে গিয়ে নবীর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (আ.) পরিবার-পরিজন ও সঙ্গী-সাথী নিয়ে ৬১ হিজরীতে কারবালার প্রান্তে নির্মমভাবে শাহাদাত বরণ করে যে মহান আত্মত্যাগের নিদর্শন রেখে গেছেন সেই আত্মত্যাগ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। বন্ধ করতে হবে নিজেদের মধ্যে কালি মাখামাখি, হানাহানি। পাশাপাশি বর্তমান বিশ্বে পবিত্র ধর্ম ইসলামকে কলঙ্কিত করার উদ্দেশ্যে যেসকল জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠি ইসলামের নামে মানুষ হত্যাসহ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সে বিষয়ে সতর্ক থাকতে হবে এবং সকল মানুষের কাছে সত্য দ্বীনকে সঠিকভাবে তুলে ধরতে হবে। তাহলেই ইমাম হোসাইন (আ.)-এর মহান ত্যাগ সার্থকতা লাভ করবে।

তিনি মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠা ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকলের ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানান।

শোক মিছিলটি নগরের নিউমার্কেট, জিপিও, কোতোয়ালী মোড় ঘুরে আবার সদরঘাট ইমামবাড়ায় ফিরে আসে।

এর আগে সকালে শত শত মানুষের ভিড়ে বিশাল মাসায়েব মজলিশ অনুষ্ঠিত হয় সদরঘাট হোসাইনিয়া ইমামবাড়াগাহে। মাসায়েব মজলিশে ইয়াজিদী বাহিনীর হাতে ইমাম হোসাইন (আ.) ও তার সঙ্গীদের নির্মম হত্যাকাণ্ডের মর্মস্পর্শী বর্ণনা তুলে ধরেন পেশ ইমাম মাওলানা আমজাদ হোসেন।

এ সময় শত শত নারী-পুরুষের কান্না ও আর্তনাদে ভারী হয়ে ওঠে সদরঘাট ইমামবাড়াগাহের পরিবেশ। স্মরণ করা হয় কারবালায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা। মাঝে মাঝে নারায়ে তাকবীর আল্লাহু ওয়াকবার, নারায়ে হায়দারি হাঁকে প্রকম্পিত হতে থাকে চারপাশ। পেশ ইমামের বক্তব্য শেষ হতে না হতেই হাত তুলে ‘লাব্বাইক ইয়া হোসাইন’ বলে স্লোগান দিতে থাকেন সবাই।

এরপরই ‘আলাম’ ও ‘তাবুত’ সহকারে মার্সিয়া (শোকগীতি) পড়তে পড়তে জুলুস (শোক মিছিল) নিয়ে খালি পায়ে শত শত নারী পুরুষ শিশু কিশোর রাস্তায় নামেন। এ সময় তারা শোকাবহ কারবালার নানা ঘটনাবলি তাবুত (প্রতীকী কফিন), আলম (পতাকা), স্লোগান ও মাতমের মাধ্যমে তুলে ধরেন।

 

Tags :

> By The Same Authors

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন নির্বাচনে পরিবর্তনের স্রোত

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএএ)-এর আসন্ন নির্বাচনে পরিবর্তনের জোয়ার বইতে শুরু করেছে। আগামী ৯ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে ক্যাপ্টেন মোঃ সালাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে গঠিত “ঐক্য পরিষদ” প্যানেল

চাকসু নির্বাচন: আচরণবিধির মতবিনিময় সভা থেকে ছাত্রদলের ওয়াক আউট

  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর খসড়া আচরণবিধি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে সভা বর্জন করেছে শাখা ছাত্রদল।   বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার

স্বাস্থ্য সচেতনতায় চট্টগ্রামে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে: মেয়র শাহাদাত

  চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, হেলদি সিটি গড়তে চট্টগ্রামে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে। অক্টোবর মাস জুড়ে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে

ডাকসুর ভিপি-জিএসসহ ৭ পদের নেতৃত্ব চট্টগ্রামের

  সদ্য শেষ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি-জিএস সহ ৭ পদে নেতৃত্ব দেবেন বৃহত্তর চট্টগ্রামের শিক্ষার্থীরা। গত ১০ সেপ্টেম্বর শেষ হওয়া ডাকসু নির্বাচনে তারা বিপুল ভোটে জয়লাভ

> By The Same Authors

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন নির্বাচনে পরিবর্তনের স্রোত

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএএ)-এর আসন্ন নির্বাচনে পরিবর্তনের জোয়ার বইতে শুরু করেছে। আগামী ৯ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে ক্যাপ্টেন মোঃ সালাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে গঠিত “ঐক্য পরিষদ” প্যানেল

চাকসু নির্বাচন: আচরণবিধির মতবিনিময় সভা থেকে ছাত্রদলের ওয়াক আউট

  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর খসড়া আচরণবিধি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে সভা বর্জন করেছে শাখা ছাত্রদল।   বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার

স্বাস্থ্য সচেতনতায় চট্টগ্রামে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে: মেয়র শাহাদাত

  চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, হেলদি সিটি গড়তে চট্টগ্রামে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে। অক্টোবর মাস জুড়ে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে

ডাকসুর ভিপি-জিএসসহ ৭ পদের নেতৃত্ব চট্টগ্রামের

  সদ্য শেষ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি-জিএস সহ ৭ পদে নেতৃত্ব দেবেন বৃহত্তর চট্টগ্রামের শিক্ষার্থীরা। গত ১০ সেপ্টেম্বর শেষ হওয়া ডাকসু নির্বাচনে তারা বিপুল ভোটে জয়লাভ

Search

Recent Comments

    Follow us on facebook