October 28, 2025 8:48 am

ভেদাভেদ ভুলে এক মঞ্চে উঠলেন সাতকানিয়া বিএনপির বিভক্ত নেতারা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভেদাভেদ ভুলে এক মঞ্চে উঠলেন  সাতকানিয়ায় দলটির তিন ভাগে বিভক্ত নেতারা।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৪ জুলাই) সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাত উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক শেখ মো. মহিউদ্দিনের বাড়িতে উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন। এসময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সকলে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছি।

অতীতের তুলনায় সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এখন অনেক বেশি শক্তিশালী। মনে রাখবেন সাতকানিয়ায় ঐক্যবদ্ধ বিএনপিকে কেউ হারাতে পারবে না।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি। এখন থেকে সাতকানিয়া-লোহাগাড়ায় কোনো একক ব্যক্তির স্লোগান হবে না। শুধু বিএনপি, ধানের শীষ ও তারেক রহমানের স্লোগান হবে।

দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান বলেন, এখন থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে সভা-সমাবেশ করব। আশাকরি আমাদের মতো বৃহত্তর সমাবেশ সাতকানিয়ায় কোনো দল করতে পারবে না। শীঘ্রই সাতকানিয়ায় একটি সমাবেশ হবে, এ সমাবেশে প্রমাণ করে দিব, সাতকানিয়া ও লোহাগাড়া হচ্ছে বিএনপির ঘাঁটি।

এ মিলনমেলায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু, হাজী রফিকুল আলম, সাতকানিয়া পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নওয়াব মিয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন আব্দুল্লাহ, কুটির শিল্প বিষয়ক সম্পাদক নুরুল কবির বাদশা, উপজেলা বিএনপির সাবেক সহ  সভাপতি শাহাবুদ্দিন রাশেদ  , উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এরশাদুর রহমান রিটু, সাবেক সদস্য লোকমান হাকিম মানিক, এস এম গিয়াস উদ্দিন, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম রসূল মোস্তাক ও বশির উদ্দিন আহমেদ।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সেলিম উল্লাহ, এহসান মৌলা, অ্যাডভোকেট ওমর চৌধুরী, অ্যাডভোকেট মানিক, সরওয়ার কামাল চেয়ারম্যান, মো. হাসান, মো. শফি, মো. ইলিয়াস, জুনাইদুল হক মাকসুদ, মো. আরিফ, নাঈমুল আলম খোকন, মহিবুল হক আতিক ও মো. মহিউদ্দিন সাগর।

 

Tags :

> By The Same Authors

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন নির্বাচনে পরিবর্তনের স্রোত

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএএ)-এর আসন্ন নির্বাচনে পরিবর্তনের জোয়ার বইতে শুরু করেছে। আগামী ৯ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে ক্যাপ্টেন মোঃ সালাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে গঠিত “ঐক্য পরিষদ” প্যানেল

চাকসু নির্বাচন: আচরণবিধির মতবিনিময় সভা থেকে ছাত্রদলের ওয়াক আউট

  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর খসড়া আচরণবিধি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে সভা বর্জন করেছে শাখা ছাত্রদল।   বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার

স্বাস্থ্য সচেতনতায় চট্টগ্রামে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে: মেয়র শাহাদাত

  চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, হেলদি সিটি গড়তে চট্টগ্রামে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে। অক্টোবর মাস জুড়ে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে

ডাকসুর ভিপি-জিএসসহ ৭ পদের নেতৃত্ব চট্টগ্রামের

  সদ্য শেষ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি-জিএস সহ ৭ পদে নেতৃত্ব দেবেন বৃহত্তর চট্টগ্রামের শিক্ষার্থীরা। গত ১০ সেপ্টেম্বর শেষ হওয়া ডাকসু নির্বাচনে তারা বিপুল ভোটে জয়লাভ

> By The Same Authors

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন নির্বাচনে পরিবর্তনের স্রোত

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএএ)-এর আসন্ন নির্বাচনে পরিবর্তনের জোয়ার বইতে শুরু করেছে। আগামী ৯ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে ক্যাপ্টেন মোঃ সালাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে গঠিত “ঐক্য পরিষদ” প্যানেল

চাকসু নির্বাচন: আচরণবিধির মতবিনিময় সভা থেকে ছাত্রদলের ওয়াক আউট

  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর খসড়া আচরণবিধি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে সভা বর্জন করেছে শাখা ছাত্রদল।   বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার

স্বাস্থ্য সচেতনতায় চট্টগ্রামে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে: মেয়র শাহাদাত

  চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, হেলদি সিটি গড়তে চট্টগ্রামে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে। অক্টোবর মাস জুড়ে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে

ডাকসুর ভিপি-জিএসসহ ৭ পদের নেতৃত্ব চট্টগ্রামের

  সদ্য শেষ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি-জিএস সহ ৭ পদে নেতৃত্ব দেবেন বৃহত্তর চট্টগ্রামের শিক্ষার্থীরা। গত ১০ সেপ্টেম্বর শেষ হওয়া ডাকসু নির্বাচনে তারা বিপুল ভোটে জয়লাভ

Search

Recent Comments

    Follow us on facebook