October 6, 2025 1:12 pm

স্বাস্থ্য সচেতনতায় চট্টগ্রামে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে: মেয়র শাহাদাত

 

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, হেলদি সিটি গড়তে চট্টগ্রামে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে। অক্টোবর মাস জুড়ে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রী এবং শিক্ষিকাদের নিয়ে সচেতনতা সমাবেশ ও প্রদর্শনীর আয়োজন করা হবে।

 

 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে চসিক মিলনায়তনে নগরে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস এর উদযাপন এবং প্রচারণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

এ লক্ষ্যে এদিন চসিক, সিএসসিআর ও পিজিএস একাডেমিয়া এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

 

 

চসিক এর পক্ষে মেয়র ডা. শাহাদাত হোসেন, সিএসসিআর (প্রা.) লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী, পিজিএস একাডেমিয়া এর পক্ষে সংস্থাটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মাসুদ করিম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এম এ মালেক, চসিক সচিব মো. আশরাফুল আমীন, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন রানা, ডা. হোসনে আরা, সিএসসিআর (প্রা.) লিমিটেড এর চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী, অধ্যাপক ডা. এম এ কাশেম, ডা. সালাউদ্দিন মাহমুদ, সাংবাদিক জাহিদুল করিম কচি, ডা. এমজাদ হোসেন, মো. আজিজুর রহমান, পিজিএস একাডেমিয়ার ডা. সাকেরা আহমেদ প্রমুখ।

 

মেয়র বলেন, নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ সংক্রান্ত আবহ তৈরী করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং লিফলেট বিতরণ, টক-শোসহ গণমাধ্যমে বিভিন্ন প্রচারণা অব্যাহত থাকবে। সিএসসিআর এবং পিজিএস একাডেমিয়া যৌথভাবে নগরীর বিভিন্ন স্কুল কলেজে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বিষয়ে সমাবেশ ও প্রশিক্ষণ প্রদান এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম গ্রহণ করবে। তাছাড়া মাসজুড়ে বিনামূল্যে সিএসসিআর হাসপাতাল ব্রেস্ট ক্যান্সার স্ক্রীনিং প্রোগ্রামের আওতায় রোগীদের বিনামূল্যে কনসালটেশন প্রদান করবে। যেসব রোগীর পরীক্ষার প্রয়োজন হবে তাঁদের ৫০ শতাংশ ছাড়ে ম্যামোগ্রাম, আল্ট্রাসনোগ্রাম, সিটি এবং এমআরআই অব ব্রেস্ট এবং বায়োপসি, হিস্টোপ্যাথলোজী, ইমিউনো-হিস্টোকেমিষ্ট্রি পরীক্ষার ব্যবস্থা করা হবে।

 

আজাদীর সম্পাদক এম এ মালেক মাসব্যাপী এ প্রচারণায় এবং সচেতনতা বৃদ্ধির কার্যক্রমে তাঁর সর্বাত্মক সহযোগিতা প্রদান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Tags :

> By The Same Authors

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন নির্বাচনে পরিবর্তনের স্রোত

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএএ)-এর আসন্ন নির্বাচনে পরিবর্তনের জোয়ার বইতে শুরু করেছে। আগামী ৯ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে ক্যাপ্টেন মোঃ সালাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে গঠিত “ঐক্য পরিষদ” প্যানেল

চাকসু নির্বাচন: আচরণবিধির মতবিনিময় সভা থেকে ছাত্রদলের ওয়াক আউট

  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর খসড়া আচরণবিধি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে সভা বর্জন করেছে শাখা ছাত্রদল।   বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার

ডাকসুর ভিপি-জিএসসহ ৭ পদের নেতৃত্ব চট্টগ্রামের

  সদ্য শেষ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি-জিএস সহ ৭ পদে নেতৃত্ব দেবেন বৃহত্তর চট্টগ্রামের শিক্ষার্থীরা। গত ১০ সেপ্টেম্বর শেষ হওয়া ডাকসু নির্বাচনে তারা বিপুল ভোটে জয়লাভ

> By The Same Authors

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন নির্বাচনে পরিবর্তনের স্রোত

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএএ)-এর আসন্ন নির্বাচনে পরিবর্তনের জোয়ার বইতে শুরু করেছে। আগামী ৯ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে ক্যাপ্টেন মোঃ সালাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে গঠিত “ঐক্য পরিষদ” প্যানেল

চাকসু নির্বাচন: আচরণবিধির মতবিনিময় সভা থেকে ছাত্রদলের ওয়াক আউট

  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর খসড়া আচরণবিধি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে সভা বর্জন করেছে শাখা ছাত্রদল।   বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার

স্বাস্থ্য সচেতনতায় চট্টগ্রামে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে: মেয়র শাহাদাত

  চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, হেলদি সিটি গড়তে চট্টগ্রামে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে। অক্টোবর মাস জুড়ে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে

ডাকসুর ভিপি-জিএসসহ ৭ পদের নেতৃত্ব চট্টগ্রামের

  সদ্য শেষ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি-জিএস সহ ৭ পদে নেতৃত্ব দেবেন বৃহত্তর চট্টগ্রামের শিক্ষার্থীরা। গত ১০ সেপ্টেম্বর শেষ হওয়া ডাকসু নির্বাচনে তারা বিপুল ভোটে জয়লাভ

Search

Recent Comments

    Follow us on facebook