October 28, 2025 5:35 am

৩ দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশের ডাক

সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতনসহ ৩ দফা আদায়ে মহাসমাবেশের ডাক দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

প্রাথমিক শিক্ষকদের ৬টি পৃথক সংগঠনের মোর্চা ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এই মহাসমাবেশের ডাক দিয়েছে।

৬৪ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেবেন।

আগামীকাল শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ মহাসমাবেশ শুরু হবে।

মহাসমাবেশে বিএনপি, জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।

ঐক্য পরিষদের অন্যতম নেতা ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সরকারকে আমরা একটি সময়সীমা বেঁধে দিয়েছিলাম। সে সময় পার হলেও আমাদের দাবি-দাওয়া পূরণে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এজন্য আমরা ৩০ আগস্ট ঢাকায় মহাসমাবেশ করব। কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ৯টা থেকে আমাদের সমাবেশ শুরু হবে। সমাবেশ করার জন্য আমরা অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে আবেদন দিয়েছি। এ সমাবেশে সারা দেশের প্রাথমিকের শিক্ষকরা অংশ নেবেন। আশা করি, এক লাখেরও বেশি শিক্ষক দাবি আদায়ে এ সমাবেশে অংশ নেবেন।’

শিক্ষকদের দাবিগুলো হলো—প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে এন্ট্রি পদে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতা দেওয়া, শতভাগ শিক্ষককে পদোন্নতি এবং ১০ ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।

Tags :

> By The Same Authors

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন নির্বাচনে পরিবর্তনের স্রোত

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএএ)-এর আসন্ন নির্বাচনে পরিবর্তনের জোয়ার বইতে শুরু করেছে। আগামী ৯ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে ক্যাপ্টেন মোঃ সালাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে গঠিত “ঐক্য পরিষদ” প্যানেল

চাকসু নির্বাচন: আচরণবিধির মতবিনিময় সভা থেকে ছাত্রদলের ওয়াক আউট

  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর খসড়া আচরণবিধি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে সভা বর্জন করেছে শাখা ছাত্রদল।   বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার

স্বাস্থ্য সচেতনতায় চট্টগ্রামে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে: মেয়র শাহাদাত

  চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, হেলদি সিটি গড়তে চট্টগ্রামে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে। অক্টোবর মাস জুড়ে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে

ডাকসুর ভিপি-জিএসসহ ৭ পদের নেতৃত্ব চট্টগ্রামের

  সদ্য শেষ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি-জিএস সহ ৭ পদে নেতৃত্ব দেবেন বৃহত্তর চট্টগ্রামের শিক্ষার্থীরা। গত ১০ সেপ্টেম্বর শেষ হওয়া ডাকসু নির্বাচনে তারা বিপুল ভোটে জয়লাভ

> By The Same Authors

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন নির্বাচনে পরিবর্তনের স্রোত

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএএ)-এর আসন্ন নির্বাচনে পরিবর্তনের জোয়ার বইতে শুরু করেছে। আগামী ৯ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে ক্যাপ্টেন মোঃ সালাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে গঠিত “ঐক্য পরিষদ” প্যানেল

চাকসু নির্বাচন: আচরণবিধির মতবিনিময় সভা থেকে ছাত্রদলের ওয়াক আউট

  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর খসড়া আচরণবিধি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে সভা বর্জন করেছে শাখা ছাত্রদল।   বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার

স্বাস্থ্য সচেতনতায় চট্টগ্রামে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে: মেয়র শাহাদাত

  চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, হেলদি সিটি গড়তে চট্টগ্রামে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে। অক্টোবর মাস জুড়ে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে

ডাকসুর ভিপি-জিএসসহ ৭ পদের নেতৃত্ব চট্টগ্রামের

  সদ্য শেষ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি-জিএস সহ ৭ পদে নেতৃত্ব দেবেন বৃহত্তর চট্টগ্রামের শিক্ষার্থীরা। গত ১০ সেপ্টেম্বর শেষ হওয়া ডাকসু নির্বাচনে তারা বিপুল ভোটে জয়লাভ

Search

Recent Comments

    Follow us on facebook