চট্টগ্রামের আনোয়ারায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক ও অরাজনৈতিক সংগঠন “শুদ্ধ বৃত্ত” উদ্যোগে ১৬/০৮/২৫ রোজ শনিবার আনোয়ারা উপজেলার, বখতেয়ার সড়কে “শুদ্ধ বৃত্ত” আনোয়ারা উপজেলা শাখার সভাপতি – মোঃ হামিদুল ইসলাম হিরুর পরিকল্পনায় সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ সম্পাদিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন-আনোয়ারা উপজেলা শাখার সভাপতি – হামিদুল ইসলাম হিরু, সদস্য – রিয়াদ, নাঈম, রিদয়, তাজুল, সাকিব, আবির, হামিদ, মারুফ, তানভির, রিশান, হামিম, রাজু, সালেক, মিলন, সাইমুন, জিশান প্রমুখ।
উপস্থিত আনোয়ারা উপজেলা শাখার সভাপতি – হামিদুল ইসলাম হিরু বলেন, শুধু বৃক্ষ রোপন করলে কাজ শেষ হয়ে যাবে না। সাথে যে গাছ গুলো এখনো পৃথিবীতে বিদ্যমান আছে সেগুলো সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। নইলে বৃক্ষরোপনের কোন মূল্যই থাকবে না । একদিকে গাছ লাগিয়ে আরেকদিক থেকে অন্যরা যদি কাটা শুরু করে তাহলে তো গাছের সংখ্যা কোন ভাবে বৃদ্ধি করা সম্ভব হবে না। আজকাল অনেক অসাধু ব্যবসায়ী অবৈধভাবে গাছ কাটছে । এসব ঘটনা ঘটছে বিশেষ করে আমাদের দেশের পাহাড়ি এলাকাগুলোতে। সে সব অসাধু ব্যবসায়ীদের যত তাড়াতাড়ি আইনের আওতায় আনতে হবে, নইলে এই বন ও সম্পদ দিন দিন কমতে থাকবে। তাদেরকে আইনের আওতায় আনা হলে অন্যরাও গাছপালা সংরক্ষণে সচেতন হবে। ফলে বন সংরক্ষণ করা সম্ভব হবে এবং বৃক্ষরোপনের উদ্দেশ্য সফল হবে।