নগরীর আকবরশাহ থানাধীন উত্তর লেকসিটি হাউজিং সোসাইটির কার্যনির্বাহী কমিটির সাধারণ নির্বাচন আগামী ১১ জুলাই ২০২৫, শুক্রবার, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এই নির্বাচন প্রতি দুই বছর অন্তর আয়োজন করার ব্যাপারে সাধারণ সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যাতে সোসাইটির নেতৃত্বে গণতান্ত্রিক অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিত হয়।
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এবং প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৫টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, যেখানে প্রায় ১৯০ জন প্লট মালিক ভোট প্রদান করবেন।
নির্বাচনকে ঘিরে এলাকায় ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরাপদ করতে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সহযোগিতায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার জন্য আন্তরিক অনুরোধ জানানো হচ্ছে।







