October 6, 2025 3:42 pm

১০টি হল নির্মাণের প্রস্তাব দেবে চবি

 

স্থানীয়দের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সংঘর্ষের পর শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিয়ে সমালোচনা। এরই ধারাবাহিকতায় চবিতে ১০ তলা পাঁচটি ছাত্র হল ও পাঁচটি ছাত্রী হল নির্মাণে ডিপিপি প্রণয়ন করে সরকারের কাছে আবেদনের সিদ্ধান্ত নিয়েছে চবি কর্তৃপক্ষ।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ৫৬৩তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

সভা শেষে রাত ৮টায় সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ জানায়, গত ৩০ ও ৩১ আগস্ট শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে।

পাশাপাশি ১৩ দফা সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

সিদ্ধান্ত অনুযায়ী, আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার খরচ বিশ্ববিদ্যালয় বহন করবে এবং তাদের তালিকা প্রস্তুত করা হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত একটি মডেল থানা ও রেলগেট এলাকায় নিরাপত্তা চৌকি স্থাপন এবং শাটল ট্রেনে নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত হয়।

এছাড়া শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে মালিকদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ১০ তলা পাঁচটি ছাত্র হল ও পাঁচটি ছাত্রী হল নির্মাণে ডিপিপি প্রণয়ন করে সরকারের কাছে দাখিল করা হবে। বিদ্যমান হলগুলোকেও সংস্কার করা হবে।

 

মেডিকেল সেন্টারকে আধুনিকায়নের লক্ষ্যে দুটি অ্যাম্বুলেন্স কেনা ও ৫০ শয্যার হাসপাতাল নির্মাণে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে। পাশাপাশি বিদ্যমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স মোতায়েন ও টহল জোরদারের অনুরোধ করা হবে।

 

এ ঘটনায় দোষীদের চিহ্নিত ও ক্ষয়ক্ষতি নিরূপণে বিচার বিভাগীয় তদন্তের জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় নিজস্ব একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরীকে।

 

একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখতে স্টেকহোল্ডারদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত হয়। সংঘর্ষে স্থানীয়দের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পূরণের জন্য সরকারকে অনুরোধ জানানো হবে এবং এ কার্যক্রমে বিশ্ববিদ্যালয় সহযোগিতা করবে।

Tags :

> By The Same Authors

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন নির্বাচনে পরিবর্তনের স্রোত

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএএ)-এর আসন্ন নির্বাচনে পরিবর্তনের জোয়ার বইতে শুরু করেছে। আগামী ৯ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে ক্যাপ্টেন মোঃ সালাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে গঠিত “ঐক্য পরিষদ” প্যানেল

চাকসু নির্বাচন: আচরণবিধির মতবিনিময় সভা থেকে ছাত্রদলের ওয়াক আউট

  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর খসড়া আচরণবিধি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে সভা বর্জন করেছে শাখা ছাত্রদল।   বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার

স্বাস্থ্য সচেতনতায় চট্টগ্রামে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে: মেয়র শাহাদাত

  চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, হেলদি সিটি গড়তে চট্টগ্রামে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে। অক্টোবর মাস জুড়ে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে

ডাকসুর ভিপি-জিএসসহ ৭ পদের নেতৃত্ব চট্টগ্রামের

  সদ্য শেষ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি-জিএস সহ ৭ পদে নেতৃত্ব দেবেন বৃহত্তর চট্টগ্রামের শিক্ষার্থীরা। গত ১০ সেপ্টেম্বর শেষ হওয়া ডাকসু নির্বাচনে তারা বিপুল ভোটে জয়লাভ

> By The Same Authors

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন নির্বাচনে পরিবর্তনের স্রোত

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএএ)-এর আসন্ন নির্বাচনে পরিবর্তনের জোয়ার বইতে শুরু করেছে। আগামী ৯ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে ক্যাপ্টেন মোঃ সালাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে গঠিত “ঐক্য পরিষদ” প্যানেল

চাকসু নির্বাচন: আচরণবিধির মতবিনিময় সভা থেকে ছাত্রদলের ওয়াক আউট

  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর খসড়া আচরণবিধি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে সভা বর্জন করেছে শাখা ছাত্রদল।   বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার

স্বাস্থ্য সচেতনতায় চট্টগ্রামে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে: মেয়র শাহাদাত

  চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, হেলদি সিটি গড়তে চট্টগ্রামে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে। অক্টোবর মাস জুড়ে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে

ডাকসুর ভিপি-জিএসসহ ৭ পদের নেতৃত্ব চট্টগ্রামের

  সদ্য শেষ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি-জিএস সহ ৭ পদে নেতৃত্ব দেবেন বৃহত্তর চট্টগ্রামের শিক্ষার্থীরা। গত ১০ সেপ্টেম্বর শেষ হওয়া ডাকসু নির্বাচনে তারা বিপুল ভোটে জয়লাভ

Search

Recent Comments

    Follow us on facebook