দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বরাবরই প্রকৃতি তার সৌন্দর্যের উন্মুক্ত জানালা খুলে দেয়। এবারও তার কমতি নেই।
বিগত কয়েক বছরের মতো এবারও কয়েক মিনিটের জন্য হলেও, পঞ্চগড়ের আকাশে আবারো উঁকি দেওয়া শুরু করেছে বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে হঠাৎ করেই উঁকি দিয়েছে পরিষ্কার নীল আকাশে এই পর্বত শৃঙ্গটি। জেলার বিভিন্ন প্রান্তের মানুষ খানিক সময়ের জন্য উপভোগ করেছেন মনোমুগ্ধকর এই সৌন্দর্য।
কাঞ্চনজঙ্ঘার এই উঁকি যেন পুরো জেলার আকাশে আনন্দ ছড়িয়ে দিয়েছে। আর এই দৃশ্য সবাই তার মোবাইলফোনে ধারণ করে ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। এ দৃশ্য যেন এক নতুন সময়ের সূচনা করেছে।
এর আগে, গত সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ও বিকেলেও খানিকটা দৃশ্যমান হয়েছিল। তবে মঙ্গলবার তার সৌন্দর্য ছিল আরও স্পষ্ট ও দৃষ্টিনন্দন।
Total Views: 45